সময় সংবাদ বিডি,রংপুর :
রংপুর জেলায় বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ১৮ কর্মীসহ ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম বলেন, গ্রেফতারদের মধ্যে বিএনপির ১৫কর্মী ও জামায়াতের ৩ কর্মী রয়েছেন। গ্রেফতারকৃত বিএনপি ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে বলে জানান তিনি ।
এছাড়া, বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।