স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রংপুরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবির ও বিএনপির ৪৩ নেতাকর্মীকে আটক করেছ পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল রংপুর মহনগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জেলার কাউনিয়া, বদরগজ্ঞ, পীরগজ্ঞ, মিঠাপুকুর, পীরগাছা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে অগ্নিসংযোগ, নাশকতা, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে পুলিশ তিন জামায়াত-শিবির এবং চার বিএনপির কর্মীসহ ৪৩ জনকে আটক করেছে।
বাকি ৩৬ জনের মধ্যে মাদক ব্যবসায়ী, খুনি, পলাতক আসামিও রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।