বাড়িব্রেকিং নিউজরংপুরে নিপা ভাইরাসে আক্রান্ত এক যুবক

রংপুরে নিপা ভাইরাসে আক্রান্ত এক যুবক

index

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ এবার রংপুরের গঙ্গাচড়ায় এক যুবক মরণঘাতী ব্যাধি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর অসুস্থ রাহিনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে চিকিৎসকেরা বলছেন, রোগটি প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব না হলেও এনকেপালাইটিস বলে ধারণা করে তার চিকিৎসা চলছে। এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেনকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

আইসিসিইউ ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. বিডি বিধু জানান, গত ৯ ফ্রেরুয়ারি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাহিন (১৯) প্রচণ্ড জ্বরে জ্ঞান হারিয়ে ফেললে তাকে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে প্রথমে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে বুধবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউতে নেওয়া হয়েছে। তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে।

তিনি জানান, এটাকে এখনই নিপা ভাইরাস বলা যাবে না। যদিও তিনি খেঁজুরের রস খেয়ে এ রোগে আক্রান্ত হয়েছেন বলে স্বজনেরা জানিয়েছেন। এ ব্যাপারে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তার রক্তসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রকৃত রোগ কি তা বলা যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img