স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য ও বেশ কয়েকটি মামলায় তাকে আটক করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের দাবি এতোদিন তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত না হওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে সম্প্রতি গোয়েন্দারা সালাহ উদ্দিনের অবস্থান শনাক্ত করতে পেরেছেন। এখন যেকোনো সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর তাঁর ভূমিকায় অবতীর্ণ হন আরেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। প্রতিদিনই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ও দলের বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন বিএনপির এই নেতা।
কর্মসূচি ঘোষণার পাশাপাশি সরকারি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করছেন সালাহ উদ্দিন।
এর আগে সালাহ উদ্দিন আহমেদের বক্তব্য নিয়ে সমালোচকরা বলেছিলেন, সালাহ উদ্দিন আহমেদ তালেবানের কৌশল অবলম্বন করছেন। যদিও বর্তমানের এই পরিস্থিতিতে তার কোনো ভিডিও বার্তার খবর পাওয়া যায়নি।
গণমাধ্যমে যে বিবৃতি পাঠান সালাহ উদ্দিন আহমেদ, সেখানে স্থান হিসেবে রাজধানীর গুলশানের কাছে নিকুঞ্জের কথা উল্লেখ করা থাকে। কিন্তু নিকুঞ্জের কোন বাসা বা স্থান সেটি নির্দিষ্ট করে বলা নেই বিবৃতিতে।