বাড়িজাতীয়যেকোনো মূল্যে নাশকতা দমন করা হবে, মাহবুব উল আলম হানিফ

যেকোনো মূল্যে নাশকতা দমন করা হবে, মাহবুব উল আলম হানিফ

images
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি হরতাল-অবরোধ প্রত্যাহার করলে ২৪ ঘণ্টার মধ্যেই পেট্রলবোমা মেরে মানুষ মারা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি দাবি করছে তারা পেট্রলবোমা হামলা করছে না।
তাহলে তারা হরতাল-অবরোধ বন্ধ করুক। তারপর দেখা যাবে কারা এগুলো করছে।’
তিনি বলেন, সরকার পেট্রলবোমা হামলাকারীদের দমনে বদ্ধপরিকর। যেকোনো মূল্যে নাশকতা দমন করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img