স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃদুর্নীতির মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি-জামায়াত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ কোস্টগার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত-শিবিরের বর্বরতা ও নৃসংশতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সরকার যখন নিরলসভাবে কাজ করছে, বিএনপি-জামায়াত তখন ধ্বংস ও নাশকতায় লিপ্ত। তারা সম্পদ ধ্বংস করছে আর আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারে থাকলে প্রতিটি সেক্টরে উন্নতি হয়। দেশ যখন পুরোদমে এগিয়ে চলছে, তখন বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্রে লিপ্ত।
পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ জলজ সম্পদ সুরক্ষা, নদীপথের নিরাপত্তাসহ বিভিন্ন দায়িত্ব পালনে কোস্ট গার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, একটি আধুনিক, দক্ষ বাহিনী হিসেবে কোস্ট গার্ডকে গড়ে তুলতে সরকার সচেষ্ট। মাদক ও মানবসম্পদ রক্ষায় নিজেদের তৎপরতার জন্য কোস্টগার্ড বহিঃবিশ্বে সুপরিচিত।
এর আগে সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় গুরত্বপূর্ণ অবদানের জন্য চার ক্যাটাগরিতে কোস্ট গার্ডের ২২জন কর্মকর্তা ও ১৩ জন নাবিককে বিশেষ অবদানের জন্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।