বাড়িজাতীয়যাত্রীবাহী ট্রলার ডুবিতে ৫ জনের লাশ উদ্ধার

যাত্রীবাহী ট্রলার ডুবিতে ৫ জনের লাশ উদ্ধার

Narayanganj

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ট্রলারটি উদ্ধার করে তীরে আনা হয়েছে। এ সময় ট্রলারের মধ্য থেকে ২টি ও নদী থেকে ১টি লাশ উদ্ধার করা হয়।

ট্রলার ডুবির ঘটনায় এ নিয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী টিম।

৫টি লাশের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা জয়নাল(৫২) ও সাফেজ উদ্দিন(৬০)।

বরগুনার পুলিশ সুপার(এসপি) সাইফুল ইসলাম  জানান, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৩টা ও দুপুরে দুইটি লাশ উদ্ধার করা হয় পায়রা নদী থেকে।

দুপুর ১টার দিকে কুয়াকাটা থেকে অন্তত দুইশত যাত্রী নিয়ে বরগুনার বামনী উপজেলার চলাভাঙা এলাকায় মাহফিলে দিকে যাচ্ছিল ট্রলারটি। এ সময় নদীর তেঁতুলবাড়ি এলাকায় হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এতে বেশ কয়েকজন নিখোঁজ হন। বাকিরা তীরে সাঁতরে ওঠে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img