বাড়িজাতীয়যাত্রাবাড়ীতে বাস চাপায় শিশু নিহত

যাত্রাবাড়ীতে বাস চাপায় শিশু নিহত

সড়ক দুর্ঘটনায়

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃরাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস চাপায় তামান্না(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় শিশুটির বাবা মো. বাবুল আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী এলাকার দক্ষিণ দনিয়ার নাসির উদ্দিন রোড এলাকার বাসিন্দা বাবুল পেশায় রিকশা চালক। সেখানকার একটি স্কুলে প্রথম শ্রেণীতে পড়তো তার মেয়ে তামান্না। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, তামান্না ও তার পিতা বাবুল যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হওয়ার সময় তুরাগ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল মোতালেব দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img