বাড়িঅপরাধ ও দুর্নীতিযশোরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

যশোর

সময় সংবাদ বিডি,যশোর:

যশোর সদর উপজেলার রামনগর পিকনিক কর্নার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু তাহের (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার  ভোর ৩টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।
জানা যায়, ভোরে সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে গেলে টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং তাহেরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে পুলিশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সকালে চিকিৎসাধীন অবস্থায় তাহের মারা যায়।
পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তাহের এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিল এবং তার বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img