সময় সংবাদ বিডি,যশোর :
যশোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ ঘন্টায় ৬১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৮ নেতাকর্মী রয়েছেন।
যশোর পুলিশ কন্ট্রোলরুম সূত্র জানায়, চলমান অবরোধ ও হরতালে জেলার বিভিন্ন এলাকায় ককটেল, পেট্রলবোমা নিক্ষেপসহ নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান ৬১ জনকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।