স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ময়মনসিংহে ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় এক ব্যবসায়ী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।
শনিবার গভীর রাতে ময়মনসিংহ শহরের ভাটিকেশর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আক্তারের (২৫) বাড়ি শহরের কৃষ্টপুর এলাকায়। আহত ব্যবসায়ীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শহরের ভাটিকেশর পার্দ্দি মিশন এলাকায় দুই তিনজন ছিনতাইকারী আব্দুল ওয়াহাব নামে এক ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে। এ সময় টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে রাস্তার টহল পুলিশ এগিয়ে আসে। এ সময় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে আক্তার নামের এক ছিনতাইকারী ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আহত ব্যবসায়ী আব্দুল ওয়াহাব জানান, রাত আড়াইটার দিকে তিনি তার ওয়ার্কসপের দোকান বন্ধ করে বলাশপুরের বাসায় যাচ্ছিলেন। এ সময় ভাটিকেশর পার্দ্দি মিশনের কাছে ছিনতাইকারীরা তার রিকশার গতিরোধ করে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।