বাড়িব্রেকিং নিউজমৌলভীবাজারে যাত্রীদের নামিয়ে বাসে আগুন

মৌলভীবাজারে যাত্রীদের নামিয়ে বাসে আগুন

 

download (1)

সময় সংবাদ বিডি,মৌলভীবাজার :

এবার যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মৌলভীবাজারের জেলার বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

আহতদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসীবাংলা নামে একটি বাস বিয়ানীবাজার থেকে ঢাকা যাচ্ছিল। দাসেরবাজার এলাকায় পৌঁছলে বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত। এরপর তারা পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি  নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। এছাড়া এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img