রাসেল সরকার:
রাজশাহীর মোহনপুরে জামায়াতের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলার কেশরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার বিকেলে কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দলটির নেতাকর্মীরা। দীর্ঘ কয়েক বছর পর এতবড় সমাবেশ করেছে দলটি।
জামায়াতের ঐতিহাসিক সমাবেশের প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের পশ্চিম সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল খালেক। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন, মাজলিছুল মুফাসসেরিন জামায়াতে ইসলামীর রাজশাহী বিভাগের সভাপতি এস এম ইসমাইল আলম আল হাসানি। মোহনপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির মাওলানা হাসান আলী, কেশরহাট বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব সাদ আক্কাস হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কেশরহাট পৌর জামায়াতে ইসলামীর আমির সহ অন্যান্য নেতাকর্মীরা।
সারাদিন ব্যাপি নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত রক্তদান কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রান ও পুনর্বাসন সহসম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। কেশরহাট পৌর যুবদলের আহবায়ক শাহিন আলমের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর আর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌর বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক খুসবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কেশরহাট পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।