বাড়িছবির খবরমোশাররফ- নওশাবার ‘অসমাপ্ত প্রেমের গল্প’

মোশাররফ- নওশাবার ‘অসমাপ্ত প্রেমের গল্প’

Nousaba
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ আসছে মোশাররফ এর ‘অসমাপ্ত প্রেমের গল্প’। আসাদ রহমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন, মোশাররফ করিম, নওশাবা, তারিক স্বপন, রোবেনা রেজা জুঁই, শামীমা নাজনীন, শফিক মুক্তা, আল আমিন সবুজ, ফরহাদ বাবু প্রমূখ।
‘অসমাপ্ত প্রেমের গল্প’ সম্পর্কে মোশাররফ  জানান, মানিক তার বউকে খুব ভালোবাসে। মানিক যে অফিসে চাকরি করে, সেই অফিসের স্টাফরা তার এত ভালোবাসার কারণ জানতে তার বউ রূপাকে দেখতে অস্থির হয়ে ওঠে, কিন্তু মানিক কোনও ভাবেই তার বউকে দেখাতে রাজি হয় না। অনেক অপেক্ষার পর মানিকের বিবাহবার্ষিকী আসে। সবাই সেদিন মানিকের বাসায় যেতে চায়, কিন্তু মানিক নানান ছলচাতুরি করে অফিসের সবাইকে ফাঁকি দিয়ে বাসায় চলে যায়।
একসময় কলিগরা কৌতুহল নিজেরাই মানিকের বাসায় চলে যায়। তখন রূপাকে নিয়ে ঘটতে থাকে নানা উদ্ভট ঘটনা।
টেলিফিল্মটি ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img