স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সব পুরুষই মনে করেন যে নারীকে তিনি সম্পূর্ণ বুঝে ফেলেছেন। বিশেষ করে নিজের প্রেমিকা ও স্ত্রী সম্পর্কে প্রত্যেক পুরুষই এমন কিছু ধারণা মনে পুষে রাখেন যা একান্তই ভুল। কিন্তু সত্য কথাটা এই যে, নারীর মন বোঝা এত সহজ কোন বিষয় নয়! মেয়েদের ব্যাপারে যা প্রত্যেক পুরুষই ভুল জানেন ও ভাবেন।
১) কোন মেয়ে সুন্দর করে কথা বললেই পুরুষেরা ধরে নেন যে মেয়েটি তার সাথে প্রেম করতে আগ্রহী। এর চাইতে ভুল ধারণা আর হতেই পারে না। মেয়েরা কিন্তু খুব অপছন্দের মানুষের সাথেই দারুণ ভদ্র আচরণ করতে জানেন।
২) মেয়েদের বিরুদ্ধে দুর্নাম আছে যে তাঁরা বাড়াবাড়ি ইমোশোনাল। পুরুষেরা ভুলে যায় যে সকলের আবেগ প্রকাশের ধরণ এক হয় না। মেয়েদের আবেগ প্রকাশ পুরুষের চাইতে ভিন্ন বলেই তাঁকে নিয়ে ঠাট্টা করার কিছু নেই।
৩) একজন আত্মবিশ্বাসী ও মেজাজি স্বভাবের নারীকে সব পুরুষই “খারাপ” মনে করেন। পুরুষ আত্ম বিশ্বাসী ও মেজাজী হলে যদি খারাপ না হয়, নারী কেন হবে?
৪) নিজের কর্মক্ষেত্রে দারুণ সফল মেয়েদের খেতে বেশিরভাগ পুরুষ মনে করেন যে মেয়েটি সৌন্দর্য দেখিয়ে উপরে উঠেছেন। অথচ পুরুষেরা জানেনও না যে মেয়েদের অনেক বেশী পরিশ্রম করতে হয় পুরুষের সমান সফলতা অর্জন করতে।
৫) মেয়েরাও যে গেমার বা গ্রেম প্রিয় মানুষ হতে পারেন, এটা কোন পুরুষ মানতেই চান না। তাঁরা মনে করেন মেয়েটি এসব তার মন পেতে করছে বা শো অফ করছে।
৬) পুরুষেরা ভাবেন যে সব মেয়েরই প্রথম আগ্রহ শাড়ি, গহনা ও সাজগোজের প্রতি। এবং সব মেয়ে কেবল এটা নিয়েই থাকেন।
৭) মেয়েরা সাজলেই মনে করা হয় যে সেটা পুরুষদের দেখানোর জন্য। এটা আরও ভীষণ ভুল ধারণা। মেয়েরা সাধারণত নিজের জন্যই সাজেন।
৮) সম্পর্কে কমিটমেনট চাইলেই পুরুষেরা মনে করেন যে মেয়েটি এক্ষুনি বিয়ে করতে চায়। সম্পর্কে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আর বিয়ের মাঝে যে আকাশ পাতাল পার্থক্য এটা পুরুষেরা বোঝেন না।
৯) সকল পুরুষই মনে করেন যে মেয়েরা বিয়ের জন্য মুখিয়ে থাকে। সব মেয়ের কাছেই বিয়েটাই জীবনের একমাত্র উদ্দেশ্য!
১০) আকর্ষণীয় পোশাক পরে কোন পুরুষের সামনে গেলেই তিনি ধরে নেন যে মেয়েটি যৌন মিলনে আগ্রহী!
১১) প্রেমিক বা স্বামীকে সময় না দিয়ে নিজের বন্ধুদের সাথে সময় কাটালে পুরুষেরা ধরেই নেন যে মেয়েটি উড়নচণ্ডী।
১২) ভালো চাকরি করলে বা খুব বিদুষী হলে মেয়েরা সংসারী হয় না, এটাও পুরুষদের মাঝে অনেককাল যাবত রয়ে যাওয়া ভুল ধারণা।
১৩) একজন নারীর অনেক বন্ধু থাকলে বেশিরভাগ পুরুষই তাঁকে চরিত্রহীন ধরে নেন।
১৪) নিজের চাইতে সফল সকল নারীকেই পুরুষেরা “খারাপ” অভিহিত করেন। এটা কেবলই আসলে পুরুষদের বাজে ইগোর প্রভাব।
১৫) কারো সন্তান বা বিয়ের আংটি বা এমন কোন কিছুর প্রশংসা করলেই প্রেমিক পুরুষ ধরে নেন যে প্রেমিকা তাঁকে কোন সিগনাল দিতে চাইছে।
১৬) “ক্যারিয়ার গুছিয়ে বিয়ে করবো”- নারীরা যদি এই কথা বলেন তো পুরুষ ধরেই নেন যে মেয়েটি তাঁকে ভালোবাসে না ও তাঁকে বিয়ে করতে আগ্রহী নয়।
১৭) মেয়েরা রোগা হতে চায় কেবল “সেক্সি” হওয়ার জন্য, এটাও অধিকাংশ পুরুষের ভুল ধারণা।
১৮) বেশিরভাগ পুরুষই মনে করেন যে নারীদের জীবন কেবল পুরুষের আশেপাশে, পুরুষের চিন্তা করতে করতেই কেটে যায়।