স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃবার্সেলোনার চিরচেনা লাল-নীল ডোরাকাটা জার্সি নয়, অন্য কোন ক্লাবের রঙিন জার্সি গায়ে গোল উদযাপন করছেন মেসি। এমন দৃশ্য কল্পনা করতেও কষ্ট হবে অনেক মেসি কিংবা বার্সা ভক্তের। তাদের কথা ভেবেই কী এমন স্বস্তিমূলক বক্তব্য দিচ্ছেন কাতালান দলটির প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু। তিনি বলেছেন, ‘মেসি কখনোই বার্সা ছেড়ে যাবেন না। সমস্যা শুধু একটাই, সাম্প্রতিক সময়ে এখানে কিছুটা চাপের মধ্যে রয়েছেন তিনি।’
অবশ্য একই কথা এর আগেও বলেছিলেন মেসির বাবা হোর্হে মেসি এবং তার সতীর্থ হ্যাভিয়ার মাচেরানো। সুতরাং বার্সা-মেসির যুগলবন্দী যারা দেখতে ভালবাসেন তারা তো এতে একটু স্বস্তির নি:শ্বাস ফেলতেই পারেন।
তিন দিন আগে ভবিষ্যৎ নিয়ে মেসির এক বক্তব্য নিয়েই শুরু হয় তোলপাড়। জল্পনা-কল্পনা শুরু হয় সচরাচর ক্যাম্প ন্যুতেই থেকে যাওয়ার কথা বলে আসা এই আর্জেন্টাইনের ওই বক্তব্যে। তবে তারপরই মেসির কথার ভুল ব্যাখা দেওয়া হচ্ছে অভিযোগ করেন তার বাবা হোর্হে মেসি। জানান স্পেনেই থাকছেন তার ছেলে। একই কথা বলেন হ্যাভিয়ার মাচেরানোও। আর এবার মেসির বার্সা ভবিষৎ নিয়ে কথা বললেন দলটির প্রেসিডেন্ট।
বার্তেম্যু জানালেন, ক্যাম্প ন্যু ছাড়ছেন না আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। আর সেখানে কেমন আছেন মেসি? তা জানা যায় কাতালান ক্লাবটির প্রেসিডেন্টের বক্তব্যে, ‘সে এখানে সুখী। কিন্তু এখানে তাকে প্রতিটি ম্যাচে অনেক চাপ সহ্য করতে হয়। আর কোথাও যাবে না। এখানেই থাকবেন তিনি।’
পাশাপাশি বার্সা কোচ এনরিককেও সহযোগিতা করার জন্য অনুরোধ জানালেন তিনি, ‘আমদের উচিৎ লুইস এনরিককে সহযোগিতা করা। কারণ তার জন্য এটা বড় চ্যালেঞ্জ এবং সম্পূর্ণ নতুন ও জটিল প্রকল্প।’
শনিবার (আজ) বাংলাদেশ সময় রাত একটায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সা।