স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বার্সেলোনার ঘরের মাঠে ন্যু ক্যাম্পে লেভান্তেক ৫-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। সৌজন্যে মেসির অসাধারণ হ্যাট্রিক। বাকি গোল দুটি করেছেন নেইমার ও লুইস সুয়ারেজ।
রবিবার এই হ্যাট্রিক এর মাধ্যমে জীবনের ৩০০ তম লিগ ম্যাচে লিওনেল মেসি নিজের ছাপ রাখলেন।
ম্যাচের ১৭ মিনিটেই মেসির বাড়ানো পাসে বিপক্ষের জ্বাল ছিড়ে দেন নেইমার৷ এরপর প্রথমার্ধের ৩৮ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকা লুইস এনরিকের ছেলেরা দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ঝাঁঝ বাড়ায়। যার ফলস্বরূপ ৫৯ ও ৬৫ মিনিটে আরও দুটো গোল করে কেরিয়ারে আরও একটি হ্যাটট্রিক করে ফেললেন মেসি।
এরপর ম্যাচের ৭৩ মিনিটে লেভান্তের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সুয়ারেজ। ম্যাচের স্কোরলাইনই বলে দিচ্ছে লেভান্তেকে ম্যাচে মুখ তুলতে দেয়নি বার্সা।