স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বমঞ্চের পুল ‘এ’র ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলংকা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২১ ওভার শেষে বিনা উইকেটে১০৩ রান।
দিলশান ৫৯ বলে ৫৩ রানে এবং থিরিমানে ৬৯ বলে ৪৪ রানে অপরাজিত আছে।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচের আগে টাইগাররা সর্বশেষ ৫ ম্যাচের ৫টিতেই জয় লাভ করেছে।
অন্যদিকে, লংকানরা সর্বশেষ ৫ ম্যাচের দুটিতে জয় পেয়েছে। তবে, বিশ্বকাপের আসরে দুইবারের মুখোমুখি দেখায় দুটি ম্যাচই জিতেছে লংকানরা। আর ৩৭টি ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার জয় ৩২টি, বাংলাদেশের জয় ৪টি, বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মমিনুল হক, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ।
শ্রীলংকা দল: তিলকারত্নে দিলশান, লাহিরু থিরামান্নে, দিমুথ করুণারত্নে, কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসেরা পেরেরা, দিনেশ চান্দিমাল, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা এবং সুরঙ্গা লাকমল।