বাড়িপ্রধান খবরমৃত্যুদণ্ডাদেশ-এর বিরুদ্ধে রিভিউ করবেন কামারুজ্জামান

মৃত্যুদণ্ডাদেশ-এর বিরুদ্ধে রিভিউ করবেন কামারুজ্জামান

kamrujaman

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান। আসামিপক্ষের রিভিউ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ রায় কার্যকর হতে পারে না বলেও মন্তব্য করেছেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খন্দকার মাহবুব।

খন্দকার মাহবুব বলেন, আপিল বিভাগ তার চূড়ান্ত রায়ে আসামিপক্ষকে রিভিউ ‍আবেদন কর‍ার জন্য ১৫ দিন সময় দিয়েছেন। আমরা স্পস্ট ভাবে বলছি, আমরা রিভিউ আবেদন করবো।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ১৫ দিনের মধ্যে রিভিউ করার সুযোগ থাকার পরও রাষ্ট্রের আইন কর্মকর্তা কিভাবে এসব কথা বলেন? রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার এমন বক্তব্য অজ্ঞতা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আসামিপক্ষ পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ করতে পারবেন।  রিভিউ নিষ্পত্তিতে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে আসামির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও শিশির মো. মনির।

উল্লেখ্য, আজ বেলা দেড়টার দিকে কারাগারে পৌঁছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img