বাড়িঅপরাধ ও দুর্নীতিমুরাদনগরে বৃদ্ধের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

মুরাদনগরে বৃদ্ধের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

11046484_707234349384981_7476298005334917131_n

আকতার হোসেন,সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া গ্রামের নিজ বাড়ীর পাশে মোল্লা বাড়ীর মোড় থেকে এক বাক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০ টায় লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যাক্তি উপজেলার মোচাগাড়া গ্রামের মৃতঃ আলতাব আলীর ছেলে আঃ জলিল।

জানা যায়, গত বুধবার সন্ধ্যে সাড়ে ৭টায়  জলিল বাড়ী থেকে বের হয়ে উপজেলার ছিলামপুর গ্রামের বোনের ছেলের বিয়ে অনুষ্ঠান শেষে নবীপুর গ্রামে বড় মেয়ে পারভীনের বাড়ীতে যায়।

সেখান থেকে রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু ঐ রাতে জলিল আর বাড়ি ফিরেনি, পরে সকাল ৮ টার সময় নিজ বাড়ীর পাশে মোল্লা বাড়ীর মোড়ে তার  ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী।

এলাকাবাসী পুলিশে খবর দিলে এসআই মাহমুদুল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।

নিহত জলিলের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করেন। এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত বর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সময় সংবাদ বিডিকে জানান, জলিলকে রাতে  কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ্যে সকল বাবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img