স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগে মুরগির বাচ্চা বোঝাই একটি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে ভ্যানে থাকা পাঁচ হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরগির বাচ্চা বোঝাই একটি পিকআপ ভ্যান উপজেলার কাজীরবাগ এলাকায় পৌঁছালে ওই গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা পাঁচ হাজার মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা যায়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসে। তবে, এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।