সময় সংবাদ বিডি,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার রামপাল ইউনিয়নে তিনসিড়ি পুকুরপাড় এলাকায় মালবাহী লরি চাপায় বেবিট্যাক্সির ১ যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৪জন আহত হয়েছে।নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-মুক্তারপুর-টঙ্গিবাড়ী সড়কের তিনসিড়ি পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুজন, লাভলু ও তাজুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
সদর উপজেলার হাতিমাড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, মুক্তারপুর থেকে টঙ্গিবাড়ীগামী একটি বেবিট্যাক্সি তিনসিড়ি পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মালবাহী একটি লরি বেবিট্যাক্সিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত ও ৪যাত্রী আহত হয়। ঘটনার পরপর ঘাতক চালক পালিয়ে গেছে।