রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-
মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ শহরে একটি সংখ্যালঘু পরিবারকে পেট্রোল বোমা মেরে উড়িয়ে দেওয়ার (প্রাননাশ) হুমকি দিয়ে বেনামে উড়ো চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার(১১ফেব্রুয়ারী) মুন্সীগঞ্জ শহরে একটি সংখ্যালঘু পরিবারকে বেনামে উড়ো চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।
“বাপ-দাদার বসত-ভিটে ছেড়ে যান, নতুবা পুরো পরিবারকে পেট্রোল বোমা মেরে উঁড়িয়ে দিব-এমন কথাই উল্লেখ করা হয়েছে ওই উড়ো চিঠিতে।
জেলা শহরের পূর্ব-দেওভোগ এলাকার প্রয়াত সত্যরঞ্জন গোস্বামীর ছেলে সজল গোস্বামীর বরাবরে দুর্বৃত্তরা ওই উড়ো চিঠি দেয়।
জীবনের নিরাপত্তা চেয়ে আজ দুপুরে সদর থানায় জিডি করেন ভুক্তভোগী সজল গোস্বামী। তিনি দাবী করেন- সকালে তার বসত-ঘরের জানালা দিয়ে কেউ একজন হাতে লেখা এক পাতার ওই উড়ো চিঠি ছুড়ে ফেলে।
এ ঘটনায় বিকেল ৫ টার দিকে প্রাথমিক তদন্তে এলাকাবাসীর সাক্ষ্য গ্রহন করেছে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ওসি আবুল খায়ের ফকির সময় সংবাদ বিডিকে বলেন- কেউ মজা বা দুষ্টমি করতে বেনামে এ চিঠি দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবুও পুলিশ গুরুত্ব সহকারে ঘটনা খতিয়ে দেখছে।