বাড়িব্রেকিং নিউজমুন্সীগঞ্জে যাত্রীবোঝাই বাস খাদে : আহত ৪০

মুন্সীগঞ্জে যাত্রীবোঝাই বাস খাদে : আহত ৪০

মুন্সীগঞ্জে

সময় সংবাদ বিডি,মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ডের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসের যাত্রীদের মধ্যে ১০-১২ জনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, নিরাপদ পরিবহনের দ্রুত গতির একটি বাস সামনে থাকা অটোরিকশাকে সাইড নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসটির থাকা প্রায় ৫০/৫৫ জন যাত্রীর মধ্যে ৪০ জনের মতো যাত্রী আহত হয়। বাসটি কুমিল্লা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা যায়নি। বাস উদ্ধারে সড়ক ও জনপথের অত্যাধুনিক রেকারের সাহায্যে তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img