সময় সংবাদ বিডি,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় দুর্বৃত্তদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এসময় শ্রীনগর থানার ওসিসহ দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে। এ সময় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হন।
এ ছাড়া পুলিশের একটি চাইনিজ রাইফেল খোয়া গেছে বলেও জানান তিনি।