বাড়িব্রেকিং নিউজমুন্সীগঞ্জে বইবোঝাই ট্রাকে আগুন

মুন্সীগঞ্জে বইবোঝাই ট্রাকে আগুন

82569_797979

সময় সংবাদ বিডি,মুন্সীগঞ্জ:-

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ মধ্যে ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয় ভোরে দিন  মুন্সীগঞ্জের ভবেবর চরে প্রাথমিক শিক্ষা বোর্ডের বই ভর্তি একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২৭১৪) পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক হারুণুর রশিদ দগ্ধ ও হেলপার আহত হয়েছে।

সোমবার ভোর পোনে ৬টার দিকে ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

চালক হারুনুর রশিদ জানায়, মেঘনা ব্রিজ পার হওয়ার হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে তিনি দগ্ধ তার সহকারী আহত হন।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসা প্রাথমিক শিক্ষাবোর্ডের বইবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৭১৪) মহাসড়কের উপজেলার ভবেরচর এলাকায় আসলে এ সময় পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকটির অর্ধেকের বেশি বই পুড়ে গেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম পেট্রোলবোমা নিক্ষেপের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করে জানান, ভোরের দিকে ওই ট্রাকে পেট্রোলবোমা হামলা চালানো হয়ে। এতে ট্রাক চালক ও হেলপার কেউই দগ্ধ হয়নি। তারা ট্রাক তেকে নেমে পড়তে সক্ষম হয়েছে।

এছাড়া আগুনে ট্রাকটির অর্ধেকের বেশি বই পুড়ে গেছে। ট্রাকটিতে ৩৭ হাজার ৮০৮টি বই ছিল বলে জানা গেছে।

ট্রাকটি বর্তমানে গজারিয়া থানার হেফাজতে রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img