
সময় সংবাদ বিডি,মুন্সীগঞ্জ :-
মেঘনা নদীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে দুইদল জলদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।
রোববার রাতে মুন্সীগঞ্জ সদরের এ ঘটনায় নিহতরা হলেন- ভগ্নিপতি মোহন বেপারী (৪৮) ও তার শ্যালক ফয়েজ মিজি (৩২)।
পুলিশ জানায়, জলদস্যু ফয়েজ মিজি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে রাত ১০ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
অপর জলদস্যু গুলিবিদ্ধ মোহন বেপারীকে আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১০ টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক কাইয়ুম তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ পুলিশের এএসপি (সদর সার্কেল) এম এমদাদ বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৯ টার দিকে জেলা সদরের আধারা ইউনিয়নের কালীরচর গ্রামে মেঘনা নদীর পাড়ে উজ্জল মিজি ও মমিন মিজির দুইদল জলদস্যুর মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।
এএসপি এমদাদ জানান, রাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একাধিক টিম রয়েছে সেখানে। জলদস্যুদের গ্রেফতারে সেখানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।