রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-
মুন্সীগঞ্জঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ও হরতালের শেষ দিনে আপন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টার দিকে লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা সংলগ্ন দক্ষিণ মেদিনীমন্ডল এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে বাসটির সামনে, পেছনের ও ভেতরের সকল সীট ও ডেকরেশনের মালামাল পুড়ে গেছে । বাসটি ঢাকা মাওয়া মহাসড়কে চলাচল করে রাতে একই এলাকার চৌরাস্তা চত্তর এর পাশে একটি স্থানে পার্কিং করে রাখা হয়েছিল।
প্রতিদিনের মত ঘটনার সময় বাসের ভেতর হেলপার গুমে ছিলেন। তিনি আগুন দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঘটনার পরপরই ভোর ৪টার দিকে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো.রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
মাওয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই মো:ইউনুস আলী ঘটনার সততা নিশ্চিত করে জানান,দুর্বৃত্তরা আনুমানিক ভোররাত ৩টার দিকে ঢাকা মাওয়া সড়কের (ঢাকা মেট্রো জ ১৪-২০৪৪) বাসটির পেছনের ও সাইডের সকল গ্লাস ভেঙে ভেতরে আগুন দেয়।এতে বাসের ভেতরের সকল কিছো সীট ও ডেকরেশনের মালামাল পুড়ে গেছে।