আন্তর্জাতিক ডেস্ক সময় সংবাদ বিডি:
মিসরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ৪০ জন। আহত হয়েছে আরো অনেকে। রোববার কায়রোয় ফুটবল খেলা দেখতে আসা ভক্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিকেট ছাড়া জামালেক ফুটবল ক্লাবের ভক্তরা স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে, পরে গুলি করে।
নিহতদের মধ্যে অনেকে পায়ের নীচে চাপা পড়ে অথবা দম বন্ধ হয়েও মারা যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে, ঘটনার জের ধরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফুটবল লীগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার।
এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতেই পোর্ট সাইদে স্থানীয় দুটি ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭২ জন নিহত হয়।