স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ১৬৮ রানের পার্টনারশিপে ভর করে পাকিস্তানের বিপক্ষে ২৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানের মাথায় আনামুল হক ও মমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। এর পরেই দলের হাল ধরেন তামিম ও মাহমুদুল্লাহ। কিন্তু, দলীয় ১৮৪ রানের মাথায় ৮৩ রান করে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লার বিদায়ের পর ছয় রান যোগ করতেই তামিম আউট হলে খেই হারিয়ে ফেলে টাইগাররা। একমাত্র সাকিবই উইকেটে কিছুক্ষন টিকতে পেরেছেন। তিনি ৩১ রান করে মোহাম্মদ ইরফানের শিকার হন।
আনামুলের ন্যায় মুশফিকুর রহিমও শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন। মূলত, মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় আরো বড় সংগ্রহের সম্ভানাটা ভেস্তে যায়। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারায় মাশরাফিরা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট লাভ করেন মোহাম্মদ ইরফান। ইয়াসির শাহ নেন দুই উইকেট। এছাড়াও একটি করে উইকেট নেন সোহেল খান ও ওয়াহাব রিয়াজ।