বাড়িজাতীয়মিরসরাইলে সড়ক দুর্ঘটনা, নিহত ২

মিরসরাইলে সড়ক দুর্ঘটনা, নিহত ২

nihot

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। নিহতদের দু’জনই কার্ভাড ভ্যানের চালক ও সহকারী।

মঙ্গলবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি কার্ভাড ভ্যান মিরসরাই জামালের দোকান এলাকায় অন্য একটি লরিকে অতিক্রম করতে গিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কার্ভাড ভ্যানের চালক ও সহকারি নিহত হন।

তবে এখন পর্যন্ত নিহতদের  পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img