বাড়িব্রেকিং নিউজমিরপুরে ৪ যুবকের রহস্যময় মৃত্যু

মিরপুরে ৪ যুবকের রহস্যময় মৃত্যু

image_22666
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে নাশকতার চেষ্টাকালে রাজধানীতে গণপিটুনিতে কাজীপাড়া ৩ জন ও টেকনিক্যাল এলাকায় ১ জন নিহত হয়েছেন। একই সাথে নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ওসি মাসুদুর রহমান বলেন, রাত পৌনে ২টায় ওই চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, গভীর রাতে কাজীপাড়া ও টেকনিক্যাল মোড়ে নাশকতা চালানোর চেষ্টা করেছিল বলে স্থানীয়রা তাদের জানিয়েছেন। এ সময় গণপিটুনিতে তারা নিহত হন।
গণপিটুনি দেওয়া হলে শরীরে গুলির চিহ্ন কোথাথেকে এল- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তারা কিছু জানেন না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img