স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃরাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার এসআই জহির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কাজীপাড়া সমাজকল্যাণ মসজিদের পাশে একদল দুর্বৃত্ত গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। তাদের গাড়ি লক্ষ্য করে ককটেল মারা হয়। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে পুলিশ। গোলাগুলির একপর্যায়ে কয়েকজন পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা।’
তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।