স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ এবার মা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। চলচ্চিত্র বিষয়ক একটি ম্যাগাজিনের কভার পেজে দেখে প্রিয়াঙ্কার মা হওয়ার জল্পনা জোরাল হয়েছে।
গ্ল্যামার ম্যাগাজিন ফিল্ম ফেয়ারের আগামী সংখ্যার কভার পেজে সাবেক এই বিশ্বসুন্দরীর ছবি দিয়ে তার একতরফা প্রেম ও চলতি বছরেই মা হওয়ার ব্যাপারে কথাবার্তা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কভার পেজের কভার লাইন পড়ে অনুমান করা যায়, প্রিয়াঙ্কা হয়তো সন্তানের মা হতে চলেছেন।
এ বিষয়ে ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যা প্রকাশিত হলেই বিষয়টি আরো ভালো ভাবে স্পষ্ট হবে।