
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ অপেক্ষা আর অপেক্ষা,এটাই এখন সারিকার কাজ ! আর অপেক্ষা না করেই বা কি করবেন তিনি ! এতো আর কোনো নাটক,বিজ্ঞাপন বা চলচ্চিত্রের জন্য অপেক্ষা নয়। এ অপেক্ষা তার নতুন পরিচয় আর নতুন অতিথির জন্য।
আসছে মে মাসেই সব ঠিক থাকলে মা হতে যাচ্ছেন তিনি। আর তার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।
এ বিষয়ে এই মুহুর্তের ভাবনা জানতে চাইলে সারিকা জানালেন,’জনপ্রিয়তা,ভালবাসা সবই পেয়েছি। কিন্তু এখন না কেমন জানি লাগছে। আল্লাহর রহমতে আমি মা হতে যাচ্ছি। কত বড় দায়িত্ব ! সব ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে। আমি খালি এখন তার জন্যই অপেক্ষা করছি যে আমাকে ডাকবে ‘মা’ বলে।’
কথা প্রসঙ্গে সারিকা আরো জানালেন সম্প্রতি তার জন্মদিনে আয়োজন করা হয়েছিল ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। এতে সারিকা ও মাহিমের পরিবারের ঘনিষ্ঠজনরা সবাই উপস্থিত ছিলেন।