স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃবিনা পয়সায় প্রতিমাসে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী সৌদি আরব যেতে পারবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
কর্মী নেওয়া প্রক্রিয়া ও অভিবাসন ব্যয় নির্ধারণসহ সামগ্রিক বিষয় চূড়ান্ত করতে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সোমবার ১১টায় সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সোমবার সকাল ৯টায় এ বৈঠক শুরু হয়।
মন্ত্রী বলেন, ‘গৃহস্থালীর কাজে বাংলাদেশ থেকে প্রতিমাসে ১০ হাজার কর্মী সৌদি আরব যেতে পারবে। এ জন্য তাদের কোনো টাকা-পয়সা লাগবে না। তাদের সব ব্যয় বহন করবে সংশ্লিষ্ট সৌদি কোম্পানি।
মন্ত্রী বলেন, শুধু পাসপোর্ট ও মেডিকেলসহ আনুসঙ্গিক খরচ বাবদ ১৫-২০ হাজার টাকা লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সৌদি সরকারের ১৬ সদস্যের প্রতিনিধি দল রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ সফরে আসে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আলফাহিদ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, ভিসা সংক্রান্ত কোনও দুর্নীতি বা এ ব্যবসার সঙ্গে জড়িতদের ব্যাপারে সৌদি আইন অনুযায়ী ১৫ বছরের জেল ও জরিমানার ব্যবস্থা করা হবে।
সৌদি আরব বাংলাদেশের জন্য একটি বড় শ্রমবাজার হিসেবে পরিচিত থাকলেও গত ছয় বছর তা বন্ধ ছিল। সম্প্রতি সরকারের প্রচেষ্টায় গত ১ ফেব্রুয়ারি থেকে তা আবার চালু হয়েছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে সৌদি সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিলো।
এর আগে, দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করে সৌদি সরকার।