বাড়িআন্তর্জাতিকমালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ আটক

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ আটক

64bf86b1d921b6eb1ca118634d68e537_XL

অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি-

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদকে আটক করেছে দেশটির পুলিশ। মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) চেয়ারপার্সন আলি ওয়াহেদ এক টুইটার বার্তায় এ কথা জানিয়েছে। স্থানীয় সময় রবিবার ২ টা ৪৫মিনিটে এ টুইটার বার্তা দেন ওয়াহেদ।

দেশটির মিনিভান নিউজ অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, সন্ত্রাসবাদে মদতের অভিযোগ এনে দায়ের করা মামলায় সাবেক প্রেসিডেন্টকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

এদিকে নাশিদকে গ্রেফতার করার পর তার বাসভবনের বহিরে অনেক সমর্থক জমায়েত হয়। এছাড়া রাজধানী মালেও অনেক সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

মিনিভান নিউজের খবরে বলা হয়, পুলিশের সাথে নাশিদ সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, এমডিপি চেয়াম্যান আলি ওয়াহেদকে পুলিশের কাস্টডিতে নেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img