স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মান্নাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে । শুনানি শেষে আদালত ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে করে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় তাকে।
সেনাবিদ্রোহের উসকানি দিয়ে সরকার উৎখাতের অভিযোগ গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় মান্নাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ওই মামলার জের ধরেই মঙ্গলবার রাতে ধানমণ্ডিরে স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে মান্নাকে আটক করে র্যাব-২।
তবে মান্নার পরিবারের অভিযোগ, সোমবার দিনগত রাতেই বনানীর এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে। যদিও পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।