বাড়িঅপরাধ ও দুর্নীতিমান্নাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

মান্নাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

Manna-1424805059

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিরুদ্দে গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন। সেই মামলায় মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার দেখিয়ে ডিবির কাছে হস্তাস্তর করা হয়।

মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের দিকে থানায় নেয়ার পরপরই গোয়েন্দা কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয় তাকে।

রাত দেড়টার দিকে মান্নাকে বহনকারী ডিবির গাড়ি মিন্টো রোডের কার্যালয়ে পৌঁছায়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, আমরা মান্নাকে আটক করেছিলাম। এখন গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

মান্নার স্বজনরা জানান, তারা থানার ওসির সঙ্গে দেখা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। এখন ডিবি কার্যালয়ের দিকে যাচ্ছেন।

থানা সূত্র জানায়, মঙ্গলবার বিকালে গুলশান থানার এসআই সোহেল রানা সেনা বিদ্রোহের অভিযোগে মান্নার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে মান্নাকে আটকের দাবি করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছিল।

এ বিষয়ে মান্নার ভাইয়ের স্ত্রীর বেগম সুলতানা দুপুরে বনানী থানায় সাধারণ ডায়েরি করার পর মঙ্গলবার বিকেলে মাহমুদুর রহমান মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন তার স্ত্রী মেহের নিগার।

সোমবার দিবাগত রাতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর বনানী থেকে আটক করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে আজ মঙ্গলবার সকালে তার দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে গত রাত সাড়ে ৩ টার দিকে মান্নাকে ডিবি পুলিশ বনানীস্থ তার এক আত্মীয়ের বাসা থেকে ধরে নিয়ে গেছে।

মান্নার স্ত্রী মেহের নিগার সাংবাদিকদের জানিয়েছেন- সোমবার রাতে বনানীর ই-ব্লকের ১২ নম্বরে তার ভাতিজির বাসায় ছিলেন মান্না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img