বাড়িপ্রধান খবরমান্নাকে গণধোলায়ের হুমকি

মান্নাকে গণধোলায়ের হুমকি

manna
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ ফাঁস হয়েছে। যেখানে আন্দোলনকে আরও চাঙ্গা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘লাশ’ চেয়েছেন মান্না।
এর ফলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ’ ও ফৌজদারি অপরাধে মামলা হতে পারে বলেও একটি সূত্র জানিয়েছে।
এছাড়া অস্ট্রেলিয়ার এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে দেশের সামরিক অভ্যূত্থানের বিষয়ের এক ফোনালাপ ফাঁস হয়েছে। যেখানে দেশের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে আলোচনা হয়।
রবিবার রাতে এই ফোনালাপ দুটটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার দুইটি ফোনালাপ আমাদের হাতে এসেছে। আমরা এটি নিয়ে কাজ শুরু করেছি। এর বেশি কিছু বলা যাবে না।’
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের বিষয়টি আমরা নজরে এনেছি। সেটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবে পুলিশ’।
আজ মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকজন মন্ত্রী মান্নার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকেই মন্ত্রীদের বক্তব্যে সায় দিয়েছেন। যেকোনো সময় মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে বলে সূত্র জানায়।
এদিকে ঢাবি ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি মান্নাকে যেখানেই দেখা যাবে সেখানেই গণধোলাই দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ হুমকি দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img