সময় সংবাদ বিডি ঢাকা।
মানুষ অভিশাপ দিক বা না দিক!
চোখের জল ঠিকই অভিশাপ দেয়,
অন্যায়ভাবে কাউকে ঠ’কানোর প্র’তি’শো’ধ
একদিন প্রকৃতি ঠিকই নেয়।
বিনা দো’ষে কাঁ’দালে কাউকে
তুমিও কাঁ’দবে একদিন,
মনে রেখো সে কথা!
প্রকৃতি ভুলে না কারো ঋণ।
গোলাকার এই পৃথিবীতে
ঘুরে ফিরে ফিরে আসে সব,
যা করবে তা-ই পাবে
মিছেই এত হা’পি’ত্যে’শের ক’লরব।
লাভের চিন্তায় বিভোর হয়ে
ভাবলেই তো না,
পাপের পাল্লা ভারী করছ
দেখেও দেখলে না।
টাকা-পয়সা, গাড়ি – বাড়ি
পরে রবে সব,
অথচ এসবের জন্যই এত
ঠ’কানো ও ক’লরব।
দুইদিনের ভালো থাকা নিয়ে
কারোরই মাথাব্য’থার নেই অন্ত,
অথচ পারের কড়ি সন্ধানে সবাই
কি চমৎকারভাবেই না শান্ত।
খালি হাতে এসেছ খালি হাতেই যাবে
তবে কেনো এত ঠ’কানোর চেষ্টা?
তোমার কর্মই যে শুধু তোমার সঙ্গে যাবে
তবে কেমন হবে শেষটা?
কখনো ভেবে দেখেছ?
কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যাবে!
লাভের চিন্তা ছাড়া ওসব নিয়ে ভাবার,
সময় কি একটু এ ধারায় পাবে?
লাভের পাল্লায় পা’পের ওজন
করতে জানলে না,
বৃ’থাই তোমার মানব জন্ম
পা’প-পূণ্যের হিসাব ক’ষলে না।
জীবনে ম’রণে ভালো থাকতে চাইলে!
সৎ মানুষ হও,
ম’রে গিয়ে থাকবে বেঁ’চে
ভালো কর্ম করে যাও।
“লাভের পাল্লায় পা’পের ওজন করতে জানলে না”
কলমেঃ রুমা রাণী ঘোষ ।