বাড়িপ্রধান খবরমানবতাবিরোধী আব্দুল জব্বারের রায় আগামীকাল

মানবতাবিরোধী আব্দুল জব্বারের রায় আগামীকাল

 

abdul jobbar

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মামলার রায় দেওয়া হবে আগামী কাল মঙ্গলবার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার  রায়ের এ দিন ধার্য করেন ।

গত বছরের  ডিসেম্বরে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয় এবং তা রায় ঘোষণা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল।

আগামী কাল মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি (পিস)কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার অভিযুক্ত হয়েছেন ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে। এগুলোতে ৩৬ জনকে হত্যা-গণহত্যা, ২শ’ জনকে ধর্মান্তরিতকরণ এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫শ’ ৮৭টি বাড়ি-ঘর ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে।

১৯৮৮ ও ১৯৮৬ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন ইঞ্জিনিয়ার জব্বার। ৮০ বছর বয়সী জব্বার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছেলে-মেয়ের কাছে পালিয়ে আছেন বলে ধারণা করছেন প্রসিকিউশন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img