সময় সংবাদ বিডি,মাদারীপুর :
মাদারীপুর জেলার ডাসার থানার কোটালীপাড়ার পীড়ারবাড়ি হাট এলাকার ভুরঘাটা-শশিকর সড়কে নছিমন উল্টে এক যাত্রী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম চান মিয়া। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
ডাসার থানার ওসি এমদাদুল হক জানান, নছিমন করে কোটালীপাড়ার পীড়ারবাড়ি হাট থেকে বাড়ি ফেরার পথে ভুরঘাটা-শশিকর সড়কের উত্তর ডাসার গ্রামে এটি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ তার লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।