বাড়িঅপরাধ ও দুর্নীতিমাদকসেবী ছেলেকে ধরিয়ে দিলেন পিতা

মাদকসেবী ছেলেকে ধরিয়ে দিলেন পিতা

DEBIDWAR PIC_ MOBAIL COAR-A SAJA-28.02.15.
আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ এক হতভাগ্য পিতা তার অবাধ্য মাদকসেবী পুত্রের অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমান আদালতে সোপার্দ করেন। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত জামাল শেখ(৩৫) নামে ওই যুবকের স্বীকারোক্তিমূলক জবান বন্দিতে ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান পূর্বক জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
ঘটনাটি  ঘটে শনিবার বিকেলে দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের চানু মিয়া শেখ তার মাদকসেবী অবাধ্য পুত্রের আচরন ও অত্যাচারে অসহ্য হয়ে থানায় অভিযোগ পত্র দাখিল করেন। ছেলে জামাল শেখ(৩৫) একজন মাদক সেবী, সে প্রায়ই এলাকায় মাদক সেবন করে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন, পরিবারের আর্থিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা এবং তার পিতা চানু মিয়া শেখ মাদকসেবী ছেলের অত্যাচারে অসহ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
শনিবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ গোলাম কিবরিয়া একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত মাদকসেবী  জামাল শেখকে গুনাইঘর এলাকা থেকে গাঁজা সেবন করা অবস্থায় আটক করেন।
পুলিশ আটক জামাল শেখকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)  দাউদ হোসেন চৌধুরী তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে পেরনের নির্দেশ দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img