স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রণবীর কাপুরের নতুন সিনেমা মানেই বক্সঅফিস হিট। তবে এবার তা হলো না। কালেকশনের নিরিখে এখনও অবধি মাঝারি সাফল্য পেয়েছে ‘রয়’ সিনেমাটি।
বছর শেষে বাজি মাত করেছে ‘পিকে’। কিন্তু নতুন বছরে বক্স-অফিসের হাল বেশ খারাপ। অক্ষয়ের ‘বেবি’ ছাড়া তেমন ব্যবসা কেউ করতে পারেন নি।
তবে ভ্যালেন্টাইন সপ্তাহে মুক্তি পেয়েছে বিক্রমজিতের সিনেমা ‘রয়’। প্রথমদিনেই এই সিনেমা ব্যবসা করেছে ১০.৪০ কোটি। আর সপ্তাহ অন্তে ‘রয়’-এর কালেকশন ২১: ৫৬ কোটি। যা এখনও পর্যন্ত প্রথমদিনে এই বছরের সেরা বক্স অফিস কালেকশন।
এটি রোম্যান্টিক থ্রিলার গল্প। এই সিনেমাতে অভিনয় করেছেন অর্জুন রামপাল, রনরীর কাপুর ও জ্যাকলিন। এই সিনেমাতে জ্যাললিনকে দ্বৈত্ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।