সময় সংবাদ বিডি,মাগুরা:
মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালি এলাকায় পুলিশের ওপর পেট্রলবোমা ও ককটেল ছোঁড়ার সময় গুলিতে মশিউর রহমান নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।নিহত মশিউর রহমান শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, সন্ধ্যায় সীমাখালির হাসানবাড়ি মোড় ও আসাদ জুটমিলের মাঝামাঝি এলাকায় রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালিখা থানা পুলিশ।
এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ও ককটেল ছুঁড়ে মারে অবরোধকারীরা। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।