সময় সংবাদ বিডি,মাগুরা:
মাগুরা সদর উপজেলার শিমুলিয়া ঢাকা-খুলনা মহাসড়কে একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুন লেগে দগ্ধ হয়েছেন ট্রাকের চালক ও হেলপার।দগ্ধদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, রাত সাড়ে ১০টার দিকে শিমুলিয়া এলাকায় একটি পন্যবাহী ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন দেয় দূর্বৃত্তরা।
আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। এ সময় ট্রাক চালক মো. চুন্নু মিয়া (৪০) ও হেলপার চয়ন হোসেন (২২) দগ্ধ হন। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি ভাঙ্গা কাচের বোতল উদ্ধার করা হয়েছে।
মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রইসুজ্জামান জানান, আগুনে চয়নের ডান হাত ও বেশ কয়েক যায়গায় দগ্ধ হয়েছে। এছাড়া চুন্নু মিয়াও বেশ কিছুটা দগ্ধ হয়েছেন।