বাড়িজাতীয়মাওয়ায় পর্যটকবাহী বাসের সংঘর্ষ, আহত ১২

মাওয়ায় পর্যটকবাহী বাসের সংঘর্ষ, আহত ১২

bus

রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ মাওয়া চৌরাস্তায় বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে দক্ষিণ বঙ্গগামী পর্যটক নামের এক যাত্রীবাহী বাসের সাথে সামনের সিগন্যালে থাকা অপর গাড়ির সাথে সংঘর্ষ ঘটে । এতে ১২ জন যাত্রী আহত হয়, তবে নিহতের ঘটনা ঘটেনি।

গুরুতর আহত পর্যটকের এক যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় ২ কি.মি এলাকায় প্রায় ১ ঘন্টার স্থির যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে গাড়ি ৩ টি সরিয়ে দিলে বেলা ১ টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওয়া ঘাট বিআরটিসির সুপার ভাইজার কোহিনুর সময় সংবাদ বিডি ডট কমকে জানান, বরিশাল গামী পর্যটকের ড্রাইভার গতি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সামনে থাকা ডিএম পরিবহনকে থাক্কা দিলে ডিএম তার সামনে বিআরটিসির সাথে থাক্কা মারে এতে গাড়ি তিনটির ক্ষতি হয় তারা সবাই শিমুলিয়া ঘাটে যাচ্ছিলো।তবে পর্যটকের সামনে থাকা কয়েক জন যাত্রী সামনের আয়না ভেঙ্গে গুরুতর আহত হয়।

মাওয়া নৌ পুলিশ ফারির ইনচার্জ এসআই মো: ইউনুস আলী সময় সংবাদ বিডি ডট কমকে জানান , পুলিশ এসে গাড়ি সরিয়ে দিয়ে যানজট নিয়ন্ত্রন আনে, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img