বাড়িপ্রধান খবরমহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

BSF-1423628872

সময় সংবাদ বিডি,ঝিনাইদহ :

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাবদপুর ইউনিয়নের লেবুতলা  সীমান্তে বিএসএফ এর গুলিতে আমিনুর (৩৫) ও ফয়জুর রহমান (৪৫) নামে ২ বাংলাদেশি নিহত হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে  যাদবপুর ক্যাম্পের অধীনে জলুলী সীমান্ত এলাকায় আমিনুর ও ফয়জুর গরু আনতে গেলে লেবুতলা ৬২নং মেইন পিলারের কাছে জিরো পয়েন্ট এলাকায় তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ এর কাশিপুর ক্যাম্পের জওয়ানরা। এসময় তারা নিহত হয়। পরে তাদের লাশ ভারত সীমান্তের মধ্যে নিয়ে গেছে বিএসএফ।

নিহত আমিনুর রহমান লেবুতলা গ্রামের মিরাজ হোসেনের ছেলে ও নিহত ফয়জুর রহমান জলুলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে। নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মহেশপুরের সীমান্ত এলাকাগুলোতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img