বাড়িপ্রধান খবরমন্ত্রিসভায় উঠছে জামায়াত নিষিদ্ধ আইন

মন্ত্রিসভায় উঠছে জামায়াত নিষিদ্ধ আইন

আনিসুল-হক_95088
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ  আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের খসড়া আগামী ২ মার্চের মধ্যে মন্ত্রিসভা বৈঠকে উঠছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠন নিষিদ্ধের বিধান রেখে সংশোধিত করা হয় এই আইন।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে  জামায়াত নেতা আব্দুস সুবহানের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় মন্ত্রী এ কথা জানান।
এর আগেও আইনমন্ত্রী একাধিকবার সংশোধিত আইনের খসড়াটি মন্ত্রিসভা বৈঠকে উঠছে বলে জানিয়েছিলেন। খসড়া আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে না উঠলে এর পরের বৈঠকে (২ মার্চ) আইনের খসড়াটি উঠবে।’
গত বছরের ৫ আগস্ট সচিবালয়ে যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, আইনের খসড়াটি শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উঠছে।
এর পরের মাসে আইনমন্ত্রী বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ওই মাসের (সেপ্টেম্বর) মধ্যেই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের খসড়া মন্ত্রিসভা বৈঠকে উঠছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img